Friday , September 18 2020

নি’কেতনের নতুন বাড়িতে উঠছেন শাকিব খান

দেশের শীর্ষ না’য়ক শাকিব খান দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে বস’বাস করছেন রাজ’ধানীর গুলশান

২ নাম্বার এলাকার একটি বাড়িতে। তবে চলতি বছর শেষে দীর্ঘ’দিনের এই ঠি’কানা পরি’বর্তন করতে যা’চ্ছেন তিনি।

শাকিব খান জানিয়ে’ছেন, বছর শেষে নি’কেত’নের ব্লক-ই এর ‘নির্মানা’ধীন বাড়িতে উ’ঠবেন তিনি।

১০ তলা এই ভবন’টির টপ তিন ফ্লো’রে পরিবার নিয়ে থাক’বেন। ক’রো’নার এই সময়ে সেভাবেই নি’র্মাণ কাজ চালা’চ্ছেন বাড়ি’টির।

এছাড়া শাকিব খান আরও জানিয়ে’ছেন, পুবাইলে তার মালিকাধীন শুটিং হাউজ জা’ন্নাতেও নির্মা’ণ কাজ চলছে।

সেখা’নে নির্মাণ করা হচ্ছে সু’ইমিং পুল। এছাড়া পরিব’র্তন আসছে জা’ন্নাতের চেনা চেহারায়।