Wednesday , August 5 2020

চ’লে গেলেন আ’রেক জনপ্রিয় অভিনেতা, সিনেপাড়ায় শো’কের ছায়া

মাত্র ৩২ বছরে নিজের জীবন শেষ করে দিলেন জনপ্রিয় মা’রাঠি অ’ভিনেতা আশুতোষ

বাকরে। হঠাৎ করে কেনো আ’ত্মহ’ত্যা করলেন সে বি’ষয়ে কিছু জানা যায়নি। বুধবার মহারাষ্ট্রের নানদেড়ের বাড়িতেই আ’ত্মহ’ত্যা করেন আশুতোষ। খবর জিএইটিনের।

পুলিস ইন্সপেক্টর অনন্ত নারুথে জানান, বুধবার রাত সাড়ে দশটা নাগাদ আশুতোষ

বাকরের মৃ’ত্যুর খবর আসে। নিয়ম মেনে অ’ভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি বি’ষয়টি নিয়ে আশুতোষের বাবার স’ঙ্গেওকথা বলা হয়েছে। তবে আ’ত্মহ’ত্যার জন্য ওই মা’রাঠি অ’ভিনেতা কাউকে দায়ি করেননি। ফলে সমস্ত দিক পুলিশ খতিয়ে দেখতে শুরু করেছে।

খবরে বলা হয়, বেশ কিছুদিন ধরে অবসাদে ভুগছিলেন আশুতোষ। অবসাদের জেরেই কি নিজের জীবন শেষ করে দেওয়ার সি’দ্ধান্ত নেন মা’রাঠি অ’ভিনেতা! তা খতিয়ে দেখছে পুলিশ।

তবে অবসাদের জেরে আশুতোষ কোনো চিকিৎসকের পরামর’্শ নিচ্ছিলেন কিনা কিংবা

ওষুধ খাচ্ছিলেন কিনা, সে বি’ষয়েও জানা যায়নি কিছু। পাশাপাশি আশুতোষের স্ত্রী অ’ভিনেত্রী ময়ূরী দেশমুখও এ বি’ষয়ে কোনো মন্তব্য করেননি।