Wednesday , August 5 2020

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে শ্বশুরবাড়িতে মাহি

স্বামী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে সম্পর্কের ইতি টানার পথে নাকি হাঁটছেন চিত্রনায়িকা

মাহিয়া মাহি; এমন তথ্য প্রকাশ পাচ্ছিলো। কিছু গণমাধ্যম গুজব-গুঞ্জনের সংবাদও প্রকাশ করে। এবার সব গুঞ্জন উড়িয়ে দিয়ে শ্বশুরবাড়ি সিলেটে ঈদ করতে ছুটে গেলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) একটি ভিডিও ফেসবুকে পোস্ট করে তিনি নিজেই জানালেন শ্বশুরবাড়ি যাওয়ার কথা। ভিডিওতে তিনি বলেন, আজকে আমার শ্বশুরবাড়ি দেখাবো। তবে ভিতরেরটা নয়, বাহিরের টা দেখাবো।

ভিডিওর শুরুতে মাহি দেখান তার শ্বশুরবাড়ি যাওয়ার রাস্তা। ভিডিওতে দেখা যায়, তিনি নিজে হেটে হেটে যান। সঙ্গে বিভিন্ন ছিলেন তার স্বামী অপু। ভিডিওতে বেশকিছু মাহির অজানা জায়গার নামও জানান অপু। পুকর ঘাটসহ মাহির শ্বশুরবাড়ির বেশকিছু জায়গা তিনি দেখান।

প্রসঙ্গত, ২০১৬ সালের ২৪ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন মাহি। এরপর শুটিং সেটসহ টিভি অনুষ্ঠানগুলোতেও দেখা যেত মাহি-অপুকে। কিন্তু প্রায় বছর খানেক তাদের দুজনকে একত্রে দেখা যাচ্ছিল না। সবমিলিয়ে চলচ্চিত্রপাড়ায় জোর গুঞ্জন ওঠে মাহি-অপুর বিচ্ছেদ নিয়ে।